আমাদের সম্পর্কে



জেরিকো ১৯৯২ সালে চট্টগ্রামে প্রথম প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম আর্ট কলেজের উৎসাহী কছু তরুণ ছাত্র-ছাত্রীদের একটি দল যারা সর্বদা একসাথে কাজ করত। তাদের কাজের সুবিধার্থে এবং শিল্পীদের উপার্জনের কথা মাথায় রেখে সবাই মিলে একটা প্ল্যাটফর্ম তৈরী করার চিন্তা থেকেই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে এবং নাম রাখা হয় জেরিকো। শুরু থেকে এর কার্যক্রম বিজ্ঞাপনী ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ক্রমান্বয়ে বিভিন্ন ক্ষেত্রে এর কলেবর বৃদ্ধি হতে থাকে। 

  • ডেস্কটপ ডিজাইন,
  • প্রকাশনা, প্রি-প্রেস,
  • ফ্যাব্রিক ডিজাইন,স্ক্রীন প্রিন্ট,
  • ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইন,
  • পেইন্টিং, ভাস্কর্য, মুর‌্যাল পেইন্টিং,
  • হস্তশিল্প, মডেল ডিজাইন,
  • ইভেন্ট ম্যানেজমেন্ট,
  • অ্যানিমেশন, গাড়ি ব্র্যান্ডিং,
  • ভিজ্যুয়াল আর্ট কনসালটেন্সি ইত্যাদি।



এছাড়াও হস্তনির্মিত রি-সাইকেল পেপার প্রস্তুত, বিপনন এবং এসব কাগজ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা ছিল আরো একটি অন্যতম কাজ। প্রস্তুতকৃত এসব পণ্য দেশ ও বিদেশের বড় বড় প্রতিষ্ঠানের শোরুম বা আউটলেট গুলিকে সরবরাহ করা ছিল আমাদের বড় একটা দ্বায়িত্ব ও কর্তব্য। আমাদের হাতে তৈরী গ্রিটিংস কার্ড ও উইডিং কার্ড একসময় ব্যাপক সুনাম কুড়িয়েছিল। যা নিয়ে দেশের প্রথম সারির দৈনিক প্রত্রিকা গুলিতে প্রায় লিখা ছাপা হত।

---

বর্তমান কার্যক্রমঃ

বর্তমানে প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে তাদের কর্ম পরিধি প্রসারিত করে চলছে। আমদানি এবং রপ্তানি তাদের কার্যক্রমের একটি নতুন অংশ হিসাবে যুক্ত হয়েছে। বিভিন্ন রকম পেইন্টিংস, তেলরং, জলরং বই, ফটোগ্রাফী ও বাঙ্গালীর নানা উৎসবের নানান রকম পোষাক ও দ্রব্যাদি প্রস্তুত করার পাশাপাশি বিভিন্ন ধরনের মানসম্মত মেডিকেল সরঞ্জাম, শারীরিক ম্যাসেজ সরঞ্জাম, কৃষি পণ্য, প্রসাধনী, পোষাক-পরিচ্ছদ, বৈদ্যুতিক সরমঞ্জামাদীসহ হরেক রকম পণ্য মানুষের দোড় গোড়ায় পৌছে দেয়ার কাজ শুরু করে। বিভিন্ন ধরনের গুনগত মানসম্পন্ন পণ্যের সন্ধানে প্রতিষ্ঠানের পরিচালকগন ইতিমধ্যে বিশ্বব্যাপী ভ্রমণ শুরু করে। ইতিমধ্যে তাঁরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন।


সামাজিক দ্বায়াবদ্ধতাঃ

জেরিকো বিশ্বাস করে, তাদের সামাজিক দায়বদ্ধতাও আছে। তাই বিভিন্ন কাজের পাশাপাশি প্রতিষ্ঠানটি সামাজিক উন্নয়নেও কাজ করে চলছে। ইতিমধ্যে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে নিজেদের যুক্ত করেছে এবং আশা করছে যেকোন জাতীয় ও আন্তর্জাতিক সঙ্কটে প্রতিষ্ঠানটি সাধ্যমত পাশে দাড়ানোর  চেষ্টা করবে।

 

অনলাইন সপঃ

ইতিমধ্যে আমরা চালু করেছি একটি অনলাইন সপ যার ডোমেইন এড্রেস হলো www.jericoBd.com। এখান থেকে যেকোন পণ্য সহজেই কেনা যাবে দেশে এবং বিদেশের যেকোন প্রান্ত থেকে। এখানে আছে সহজে পেমেন্ট করার সিস্টেম যেমনঃ বিকাশ, ইউ-ক্যাশ, রকেট, ক্রেডিট ও ডেবিট কার্ড, ভিসা, মাস্টার, এমেক্স কার্ডসহ ব্যাংক চেক ও ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা। নির্ভরযোগ্য কুরিয়ার সর্ভিসের মাধ্যমে দ্রুততম সময়েরে মধ্যে ক্রয়কৃত পণ্য নিরাপদে পৌছে দিচ্ছি আমরা।

আমরা মানে এবং সততায় বিশ্বাসী সুতরাং আমাদের এই সাইটের পণ্য হবে নিরেট খঁটি ও তাজা । আমরা আশা করছি আমাদের সেবা, গুনগতমান এবং বিশ্বাস আমাদেরকে সকলের কাছে গ্রহনযোগ্য করে তুলবে পূর্বের ন্যায়। আপনার অনুপ্রেরণা ও সহযোগিতায় আমাদের ই-সপ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে।
 

আমাদের পূর্ববর্তী ক্লায়েন্টদের মধ্যে প্রধান কিছু

  • এপেক্স ক্লাব,
  • আড়ং,
  • বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন,
  • বাংলাদেশ শিপিং কর্পোরেশন,
  • বৃহত্তর ময়মনসিংহ সমিতি,
  • বিপনি বিতান চট্টগ্রাম,
  • চট্টগ্রাম ক্লাব লিমিটেড,
  • চট্টগ্রাম শপিং কমপ্লেক্স,
  • চট্টগ্রাম চেম্বার অফ কমার্স,
  • ফ্রেন্ডস কর্পোরেশন,
  • ফরেস্ট্রি ডিপার্টমেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
  • গ্রীন চ্যানেল,
  • মেঘনা অটোমোবাইলস,
  • কুমুদিনী হ্যান্ডিক্রাফ্টস,
  • নাভানা লিমিটেড,
  • পূবালী ব্যাংক লিমিটেড,
  • সাম্পান বানিজ্য উদ্যোগ,
  • সিমেন্স বাংলাদেশ লিঃ,
  • সঙ্গীত পরিষদ চট্টগ্রাম,
  • ট্রান্সটেক ইলেকট্রনিক্স।