এতদ্বারা সর্বসাধারন তথা জেরিকোর ওয়েভ সাইট ব্যবহারকারী বা জেরিকোর সাথে জড়িত সকল কর্মকর্তা ও কর্মচারীগণের দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে যে, “ব্যবহারের শর্তাবলী” অনুচ্ছেদের ৬.১ ধারামতে  জেরিকোর ওয়েব সাইটে অন্তর্ভুক্ত বিষয়বস্তু, সামগ্রী এবং সফটওয়্যারসহ যেকোন সেবা জেরিকো ও তার সহযোগী প্রতিষ্ঠান ও অনুমোদিত অথবা লাইসেন্সধারী তৃতীয়পক্ষের সম্পত্তি।

জেরিকো কর্তৃক লিখিত অনুমতি ছাড়া এসকল সাইটের কোন উপাদান, কন্টেন্ট, ছবি  অনুলিপি, উপাদন ও পুনঃউপাদন, প্রকাশ ও পুনঃপ্রকাশ, ইনস্টল, পোস্ট বা প্রকাশ, প্রেরণ, সংরক্ষণ বা বিতরণ করা যাবেনা।

উল্লেখিত শর্তসমুহের সম্পূর্ন বা আংশিক কারো দ্বারা লঙ্ঘিত হলে বাংলাদেশের প্রচলিত আইনে বিচারের শরনাপন্ন হবার জন্য বাধ্য থাকিবেন।

 -জেরিকো-